আগামী প্রজন্মের জন্যে নিরাপদ ও নির্মল প্রাকৃতিক পরিবেশে আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে গোল্ডস্যান্ডস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান-‘‘ ওয়ান সিটি ডেভোলপার্স লিঃ (ওসিডিএল) তাদের আবাসন প্রকল্পেরকাজ শুরু করেছে। আমিন সিটি পূর্বাচল নামের প্রকল্পটি অবস্থান সর্ম্পকে জানা যায়- কুড়িল ফ্লাইওভার থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে- যা রাজউক পূর্বাচল উপশহরের ঠিক পূর্ব দিকে ২১ ও ৩০ নং সেক্টরের সাথে শীতলক্ষা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে ‘আমিন সিটি পূর্বাচল’। এ প্রকল্পটি ড্যাপ তথা ডিটেইল এরিয়া প্লান মতে বৃহত্তর ঢাকা মহানগরীর বসতি অংশে অবস্থিত। প্রকল্পটি মাটির উপরে কোন কেবল (তার) দেখা যাবে না। এ প্রকল্পটি প্রাকৃতিক ভাবে উচু ও বন্যা মুক্ত।’’
‘‘সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের অনুমতি নিয়ে টেকসই ও নিরাপদ এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছেন। এ প্রকল্পের প্রতিটি প্লটের মূল্য মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। দেশের নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জন্যে নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে এ প্রকল্পের কার্যক্রম শরু হয়েছে।’’ এ প্রসঙ্গে তিনি আরো বলেন- ‘‘প্রতিটি প্লট মেয়াদী কিস্তির মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। যা সম্পূর্ণ সুদ মুক্ত। বলা যায়- এ প্রকল্পটি একটি সুদমুক্ত হালাল বিনিয়োগ। যা আগামী প্রজন্মের জন্যে নিরাপদ বিনিয়োগ ও লাভজনক আস্থার জায়গা নিশ্চিত করবে।’’ ওসিডিএল-এর আমিন সিটি পূর্বাচল সর্ম্পকে এক নিবিড় অনুসন্ধানে জানা যায়- আমিন সিটি পূর্বাচল প্রকল্পে রয়েছে- আধুনিক প্রযুক্তি সন্বলিত সকল নাগরিক সুযোগ-সুবিধা। সুনিয়ন্ত্রিত ধর্মীয় ও বানিজ্যিক এলাকা। রয়েছে যুগোপযোগী ও অত্যাধুনিক শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান এবং বিনোদন কেন্দ্র। এ প্রকল্পে বসবাসকরীরা স্কুল কলেজ ক্লিনিক হাসপাতাল খেলার মাঠ শপিংমল, ফায়ার ষ্টেশন, কনভেনশন সেন্টার, মসজিদ মাদ্রাসা, কবরস্থান, জিমনেসিয়াম ক্লাব ও ফুড কোর্টের সুবিধা পাবে। আমরা অনুসন্ধান করেছি- আমিন সিটি পূর্বাচলে- প্লট কিনলে ক্রেতা কতটা সুবিধা পাবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানতে পেরেছি- ‘‘প্রকল্পটি রাজউক নীতিমালা অনুযায়ী পরিকল্পিত আন্তর্জাতিক অভিজ্ঞ প্রকৌশলী দ্বারা নিয়ন্ত্রিত। প্রকল্পটি প্রাকৃতিক ভাবে উচুঁ। প্রকল্পে এখনই বসবাসের জন্যে বাড়ী করবে উপযোগী। প্রকল্পটি জিন্দা পার্ক, ডিপলোমেটিক জোন, বানিজ্য মেলার স্থায়ী ভেন্যু, জলশিড়ি প্রকল্প ও বঙ্গবন্ধু ট্রাই-টাওয়ার এর সন্নিকটে অবস্থিত। এছাড়ও মুল প্রকল্প পথ ৮০ ফিট রাস্তার সাথে অবস্থিত। প্রতিটি প্রকল্পে থাকবে সুনিদৃষ্ট গ্রীন জোন, প্রকল্পের প্রধান রোড পাম গাছে সুসজ্জিত থাকবে। প্রতিটি ব্লকে থাকবে খেলার মাঠ, মসজিদ ও বাজার। এ প্রকল্পের মধ্যে থাকছে ৮০,৬০,৪০ ও ২৫ ফিট অভ্যন্তরীন সড়ক।’’ এ কারনেই প্রকল্পটির কার্যক্রম শুরুর সাথে সাথেই এর গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বাড়ছে।
Compare listings
Compare